নয়াদিল্লি: কোনও বিল্ডিংয়ের কয়েক তলা দেওয়াল বেয়ে উঠে পড়ত সে। এরপর লুঠপাঠ করে চম্পট দিত ‘স্পাইডারম্যান’ চোর। গত মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। জেরার সময় সে কবুল করেছে যে, গত মে মাসে একটি ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়েছিল। সেই সময় এক মহিলাকে বাড়িতে একা পেয়ে সে ধর্ষণ করেছিল। নির্যাতিতা চুরির অভিযোগ করলেও যৌন নিগ্রহের কথা পুলিশকে জানাননি।

চোরের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে কাউন্সেলর সহ পুলিশের একটি দল ওই ব্যবসায়ীর বাড়িতে যায়। নির্যাতিতা বলেন, কলঙ্কের ভয়েই তিনি ওই কথা গোপন করেছিলেন। পুলিশের দল তাঁকে বুঝিয়ে তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। জয় প্রকাশ নামে ওই চোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের করা হয়েছে।

প্রকাশ পুলিশকে জানিয়েছে, সে দেওয়াল ভেঙে কোনো বাড়ির বারান্দায় উঠে পড়ত। এরপর সে স্ক্রু ড্রাইভার দিয়ে দরজার তালা খুলে বাড়িতে ঢুকে পড়ত। গত মে মাসে উত্তরপশ্চিম দিল্লির ওই ব্যবসায়ীর বাড়িতে এভাবেই ঢুকে পড়ে। প্রথমে সে বাড়িতে কাউকে দেখতে পায়নি। এরপর বেডরুমে ঢুকে বছর ৩০-এর এক মহিলাকে ঘুমিয়ে থাকতে দেখে। তখন সে তার মুখ চেপে ধর্ষণ।