পাতিয়ালা: প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিনা মূল্যে কলেজ হস্টেলে থাকতে পারবেন, পাবেন খাবারও। সেই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় পঞ্জাবে জাতীয় স্তরের এক হ্যান্ডবল খেলোয়াড় আত্মহত্যা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখা সুইসাইড নোটে পূজা নামে ২০ বছরের ওই তরুণী লিখে গেছেন, হস্টেলের খরচ চোকাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। পাতিয়ালার খালসা কলেজের এই দ্বিতীয় বর্ষের ছাত্রীর অনুরোধ, তাঁর মত আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেয়েরা যাতে বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ পান, তা দেখতে।


গত বছর কলেজে অ্যাডমিশনের সময় পূজাকে প্রতিশ্রুতি দেওয়া হয়, তাঁকে বিনা মূল্যে হস্টেলে থাকতে দেওয়া হবে, দেওয়া হবে দু’বেলা খাবারদাবার। কিন্তু এ বছর জানিয়ে দেওয়া হয়, হস্টেলে থাকতে পারবেন না তিনি। বাড়ি থেকে কলেজ যাতায়াত করতে প্রতিদিন তাঁর খরচ হত ১২০ টাকা। সামান্য সবজি বিক্রেতা পূজার বাবা সেই খরচ কুলিয়ে উঠতে পারেননি। আর্থিক সঙ্কট চরমে ওঠায় জাতীয় স্তরের ওই খেলোয়াড় কলেজ ছাড়ার চিন্তাভাবনা করছিলেন।

কলেজ কর্তৃপক্ষের অবশ্য দাবি, পূজাকে ফ্রি অ্যাডমিশন দেওয়া হলেও পরীক্ষার ফল ভাল না হওয়ায় এ বছর আর তাঁকে বিনা পয়সায় হস্টেলে থাকার সুযোগ দেওয়া হয়নি।

৪ পাতার সুইসাইড নোটে পূজা তাঁর কোচকেও আত্মহত্যার জন্য দায়ী করেছেন। কোচের চাপেই কলেজ কর্তৃপক্ষ তাঁকে হস্টেলে থাকতে দেয়নি বলে তাঁর অভিযোগ। মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পূজার বাবা সংশ্লিষ্ট কোচের বিরুদ্ধে পুলিশে নালিশ করেছেন।