মুম্বই: খুব শীঘ্রই তাঁদের দেখা যাবে রূপোলি পর্দায়। এবার 'পদ্মাবতী'-তে দেখা যাবে তাঁদের। যদিও রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ঘিরে জল্পনা চলছে। তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এ ধরনের গুঞ্জনও ছড়িয়েছে। কিন্তু এবার যা দেখা গেল, তাতে বলিউডের এই জুটির ভক্তরা নিঃসন্দেহে খুশি হবেন। সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল বলিউডের এই দুই জনপ্রিয় তারকাকে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, সম্প্রতি দীপিকার বাড়ির কাছে একটি গাড়ির শোরুমে দুজনকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছ।তাঁরা বেশ হাসিখুশি মেজাজে ছিলেন। তাঁদের সম্পর্কের রসায়নটাও বেশ ধরা পড়ছিল। একে অপরের হাতে হাত রেখে ঘুরছিলেন তাঁরা। চুম্বনও করলেন তাঁরা।
এই ছবি তাঁদের বিচ্ছেদের সমস্ত জল্পনাই খারিজ করে দিল।
জল্পনার অবসান, ফের একসঙ্গে দেখা গেল দীপিকা-রণবীরকে
ABP Ananda, web desk
Updated at:
04 Nov 2016 12:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -