নয়াদিল্লি: ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নতুন বিশ্বরেকর্ড করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। যে মুহূর্তে ইসরো ওই দৃষ্টান্ত তৈরি করেছে, তখনই সমাপ্তি হয়েছে শীতের, আমাদের জীবনে পা রেখেছে বসন্ত। এ মাসের মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন।
যেভাবে অত্যন্ত কম খরচে ইসরো একের পর এক সফল মহাকাশ অভিযান চালাচ্ছে তা গোটা বিশ্বেরই বিস্ময় বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে সফলভাবে ব্যালিস্টিক ইন্টারসেপ্টর মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। নিরাপত্তা ক্ষেত্রে দেশের হাতে অত্যাধুনিক প্রযুক্তি এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তিনি।
তাঁর কথায়, যুবসমাজের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়া জরুরি, দেশে আরও বহু বৈজ্ঞানিকের প্রয়োজন।
এদিনের মন কি বাত-এ প্রধানমন্ত্রী মূলত কথা বলেন প্রযুক্তিবিদ্যার সম্ভাবনা নিয়ে। যেভাবে দেশে ডিজিটাল লেনদেন বাড়ছে, তার প্রশংসা করেছেন তিনি। তাঁর কথায়, নোটবাতিলের পর এই লেনদেনে জোয়ার এসেছে, এর ফলে তিনি গর্বিত। ডিজিধন প্রকল্পের মাধ্যমে ডিজিটাল লেনদেন শুরু করা ১০লাখ মানুষ পুরস্কৃত হয়েছেন। যাঁরা ডিজিধনের মাধ্যমে পুরস্কৃত হয়েছেন, তাঁরা যাতে ডিজিটাল লেনদেনের গুরুত্ব অন্যান্যদের বোঝাতে সক্রিয় হন, সে ব্যাপারে অনুরোধ করেছেন তিনি। প্রত্যেক দেশবাসীকে তাঁর অনুরোধ, মাথাপিছু অন্তত ১২৫জনকে ভীম অ্যাপের মাধ্যমে লেনদেন করানোর দায়িত্ব নিন, সেটাই হবে ভীমরাও আম্বেডকরের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য।
এশিয়ান রাগবি সেভেনস ট্রফিতে ভারতীয় মহিলারা রুপো জেতায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন, দৃষ্টিহীনদের টি ২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলকে।
ইসরো ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠানোর সঙ্গে সঙ্গে শীতের শেষ, বসন্ত এসে গেছে: প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2017 12:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -