বেঙ্গালুরু: 'আর্ট অফ লিভিং'-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বেঙ্গালুরুর আশ্রমে গিয়ে দেখা করলেন পুলিশের গুলিতে মৃত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির বাবা মুজ্জাফ্ফর ওয়ানি।

শ্রী শ্রী রবিশঙ্কর টুইটারে ওয়ানির সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।



গত দুদিন ধরে আর্ট অফ লিভিং-এর আশ্রমেই ছিলেন ওয়ানি। দুজনের মধ্যে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনা সম্ভব, সাধারণ জনজীবন ফিরিয়ে আনা সম্ভব সে সব কিছু নিয়েই আলোচনা হয়। জানা গিয়েছে, ব্যক্তিগত মানবিকতার খাতিরেই এই সাক্ষাৎ।

ওয়ানি জানিয়েছেন, ট্রিটমেন্টের জন্যই আশ্রমে গিয়েছিলেন তিনি। শারীরিক, মানসিকভাবে সেরে উঠতেই সেখানে যাওয়া। তিনি বলেন, পাঁচ মিনিট মতো তাঁর সঙ্গে কথা হয়েছে রবিশঙ্করজীর। নিজের জন্য কিছু ওষুধ নিয়ে ফিরে আসেন তিনি।

উল্লেখ্য, মুজাফ্ফর ওয়ানির ছেলে বুরহানের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। এখনও পর্যন্ত সেখানে পুলিশ-জনতা সংঘাতে মৃত্যু হয়েছে ৭০ জনের। আহত প্রায় ১১,০০০।