গত বছরের নভেম্বরেও রাজৌরির বাবা গুলাম শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয় থেকেও একই ধরনের ঘটনার খবর এসেছিল। জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে সেখানকার দুজন পড়ুয়াকে অভিযুক্ত করা হয়। জাতীয় সঙ্গীতের অপমানের ঘটনায় এ বছরের মার্চে কেরলের কোচির এক কলেজ কর্তৃপক্ষ সাসপেন্ড করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের এক নেতাকে। শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে জাতীয় সঙ্গীতের মধ্যে বসে রইল পড়ুয়ারা!
Web Desk, ABP Ananda | 05 Jul 2018 02:07 PM (IST)
শ্রীনগর: জাতীয় সঙ্গীত বাজছে, কিন্তু বসে রয়েছে কিছু কলেজ পড়ুয়া, এমনই দৃশ্যের ভিডিও সামনে এল। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলছিল গত ৪ জুলাই। সেখানেই এমন ঘটেছে বলে অভিযোগ। তবে জাতীয় সঙ্গীতকে উঠে দাঁড়িয়ে সম্মান করতেই দেখা গিয়েছে বেশিরভাগ পড়ুয়াকে, যারা বসেছিল, তাদের সংখ্যাটা অল্পই।