শ্রীনগর: জাতীয় সঙ্গীত বাজছে, কিন্তু বসে রয়েছে কিছু কলেজ পড়ুয়া, এমনই দৃশ্যের ভিডিও সামনে এল। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলছিল গত ৪ জুলাই। সেখানেই এমন ঘটেছে বলে অভিযোগ।
তবে জাতীয় সঙ্গীতকে উঠে দাঁড়িয়ে সম্মান করতেই দেখা গিয়েছে বেশিরভাগ পড়ুয়াকে, যারা বসেছিল, তাদের সংখ্যাটা অল্পই।




গত বছরের নভেম্বরেও রাজৌরির বাবা গুলাম শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয় থেকেও একই ধরনের ঘটনার খবর এসেছিল। জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে সেখানকার দুজন পড়ুয়াকে অভিযুক্ত করা হয়।
জাতীয় সঙ্গীতের অপমানের ঘটনায় এ বছরের মার্চে কেরলের কোচির এক কলেজ কর্তৃপক্ষ সাসপেন্ড করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের এক নেতাকে।