শ্রীনগর: সুঞ্জওয়ান ও সোপিয়ানে হামলার রেশ কাটতে না কাটতেই আজ ভোরে শ্রীনগরের কর্ণ নগর অঞ্চলে সিআরপিএফ-এর ছাউনিতে হামলা চালাল জঙ্গিরা। তবে নিরাপত্তারক্ষীরা সতর্ক থাকায় তারা ছাউনির মধ্যে ঢুকে পড়তে পারেনি। সিআরপিএফ সূত্রে খবর, এই ছাউনির উল্টোদিকে একটি নির্মীয়মান বাড়িতে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। এক জওয়ানের মৃত্যু হয়েছে।

এর আগে সিআরপিএফ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে চারটে নাগাদ দুই সশস্ত্র জঙ্গিকে ওই ছাউনির দিকে এগিয়ে যেতে দেখা যায়। তাদের কাছে ব্যাগ ও একে ৪৭ ছিল। তারা সিআরপিএফ ছাউনিতে হামলা চালাতে যাচ্ছিল। তবে নিরাপত্তারক্ষীরা সতর্ক থাকায় সেই হামলার ছক বানচাল করে দেওয়া সম্ভব হয়েছে। জঙ্গিদের দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করেন নিরাপত্তারক্ষীরা। এরপরেই পালিয়ে যায় জঙ্গিরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু পরে জানা যায়, জঙ্গিরা পালিয়ে না গিয়ে কাছেই রয়েছে। এরপরেই তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছে। ওই অঞ্চল ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা।