মুম্বই: প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যা যা প্রকল্প হাতে নিয়েছেন, সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বোধহয় ‘মেক ইন ইন্ডিয়া’। এর ফলে দেশি বিদেশি নানা সংস্থা আমাদের দেশের মাটিতে নির্মাণে হাত দিচ্ছে। ফলে যুবক যুবতীদের কাজের সুযোগ বাড়ছে, তার সঙ্গেই বাড়ছে দক্ষতা। মুম্বইয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ সংক্রান্ত একটি বইপ্রকাশ অনুষ্ঠানে শাহরুখ খান এ কথা বললেন। তিনি ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এবং শিল্পপতি আদি গোদরেজ ও রাজশ্রী বিড়লা। শাহরুখের ‘ফ্যান’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট ফ্যান’ প্রচার চলেছে। অভিযোগ উঠেছে, নিজের ছবি হিট করাতে শাহরুখ তলে তলে মোদী বিরোধী প্রচার করছেন। সেই প্রেক্ষিতে শাহরুখের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিং খান আরও বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘মেক ইন ইন্ডিয়া’-য় দেশে নানা নয়া প্রযুক্তি আসবে। উপকৃত হবে ভবিষ্যৎ প্রজন্ম।