নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হিজবুল মুজাহিদিন জঙ্গি
Web Desk, ABP Ananda | 14 May 2017 03:58 PM (IST)
লখনউ: উত্তরপ্রদেশের সোনৌলি অঞ্চলে ভারত-নেপাল সীমান্ত থেকে এক হিজবুল মুজাহদিন জঙ্গিকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল। ধৃত জঙ্গির নাম নাসির আহমেদ। তাকে জেরা করে জানা গিয়েছে, পাকিস্তানের ফয়সলাবাদ থেকে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা হয়ে বুধবার সে কাঠমান্ডু এসে পৌঁছয়। এরপর একটি বাসে চড়ে ভারত সীমান্তে আসে নাসির। ভারতে নাশকতা চালানোই তার উদ্দেশ্য ছিল। সশস্ত্র সীমা বলের এক মুখপাত্র বলেছেন, জম্মু ও কাশ্মীরের রম্বান জেলার বানিহালের বাসিন্দা। ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানে ছিল নাসির। এসটিএফ শিবিরে হামলা চালানো সহ বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। তাকে নির্দিষ্ট উদ্দেশ্যেই ভারতে পাঠানো হয়। শাল ও কার্পেট বিক্রেতার ছদ্মবেশে ভারতে ঢোকার চেষ্টা করে নাসির। জওয়ানরা তাঁকে পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু সে কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। ভারতে তার হ্যান্ডলার রয়েছে। তারাই নাসিরকে টাকা দেয়। নাসিরকে জেরা করে সেই হ্যান্ডলারের খোঁজ করছেন তদন্তকারীরা।