পটনা: বিহারে পাচারকারীদের হাত থেকে ৫৯টি শিশুকে উদ্ধার করল সশস্ত্র সীমা বল। রক্সৌল ও মুজফফরপুর রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৩ জন পাচারকারীকে।

 

সশস্ত্র সীমা বলের এক আধিকারিক বলেছেন, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। মুম্বইগামী জনসাধারণ এক্সপ্রেস থেকে শিশুদের উদ্ধার করা হয়। তাদের বয়স ৯ থেকে ১৬ বছর। বেশ কয়েকজনের বাড়ি পূর্ব ও পশ্চিম চম্পারণ জেলায়। সীতামারি জেলাতেও কয়েকজনের বাড়ি। কয়েকটি শিশুকে আবার নেপাল থেকে নিয়ে এসেছিল পাচারকারীরা। তাদের জেরা করে জানা গিয়েছে, এই শিশুদের মুম্বইয়ের একটি কারখানায় কাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তার আগেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।