নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন্স কলেজের একটি প্রার্থনাগৃহের দেওয়ালে বিতর্কিত স্লোগান লেখার অভিযোগ উঠল। এই কলেজের ছাত্র সংসদের সভাপতি সাই আশীর্বাদ জানিয়েছেন, গতকাল দেখা যায়, ওই প্রার্থনাগৃহের সদর দরজায় লেখা ‘মন্দির ইয়েহি বনেগা’। প্রার্থনাগৃহের পিছন দিকে যেখানে ক্রুশ আছে, সেখানে লেখা ছিল ‘আই অ্যাম গোয়িং টু হেল’। সেইসঙ্গে ‘ওঁ’ চিহ্নও আঁকা ছিল। আজ স্লোগানগুলি মুছে ফেলা হয়েছে।

কলেজ সূত্রে খবর, পরীক্ষার আগে প্রস্তুতির জন্য গত ২৮ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছে। শুধু যে ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, তাঁরাই কলেজে আসছেন। এরই মধ্যে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জন ভার্গিজের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।