দিল্লির কাছে ২২ বছরের তরুণীকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করল উত্যক্তকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Feb 2018 12:08 PM (IST)
গাজিয়াবাদ: ২২ বছরের মেয়েটিকে নিয়মিত অনুসরণ করত সে। তিতিবিরক্ত তরুণী এ নিয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ তাকে গ্রেফতার করে, জামিনে ছেড়েও দেয়। মুক্তি পাওয়া ওই ব্যক্তি মেয়েটিকে এবার কুঠার দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। দিল্লির কাছে গাজিয়াবাদের মোদীনগরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তর নাম সচিন শর্মা। মৃত তরুণীকে সে চিনত। গত বছর বিয়ে করেন ওই তরুণী, তখন থেকে মনকষ্টে ভুগছিল সে। বিয়ের পর লোনি এলাকায় স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন মেয়েটি। অল্পদিন আগে মোদীনগরে বাপের বাড়ি গিয়েছিলেন। সেখানে গতকাল বিকেল ৫টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। স্থানীয় রেলওয়ে ক্রসিংয়ের কাছে সচিন তাঁর ওপর কুঠার দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বুকে, গলায় ও পেটে উপর্যুপরি আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।