প্রসঙ্গত, হামলাকারী ব্যক্তি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় তার সহপাঠিনীর প্রেমে পড়ে যায়। ইন্দুজা নামের সেই মেয়েটি ছেলেটির হাজার অনুরোধ সত্ত্বেও সাড়া দেননি। মেয়েটির থেকে প্রত্যাখাত হওয়ার পর, প্রায় একমাস ধরে তাঁকে অনুসরণ করে চলে ওই হতাশ প্রেমী। তবে এই নজরদারি এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, ইন্দুজা কাজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেন।
এদিকে গতকাল রাত নটা নাগাদ ইন্দুজার বাড়িতে হানা দেয় ওই হামলাকারী। মেয়েটির বাড়ি সরস্বতী নগরের আদামবক্কামের এজিএস কলোনিতে। রাতে বাড়ির দরজা খুলতেই ইন্দুজার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি। সেই সময় মেয়েটির মা-বোনের গায়েও আগুন দিয়ে দেয় ওই ব্যক্তি। তবে অপর এক সূত্রের দাবি, মেয়েটির সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন ইন্দুজা। তারপরই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে, গায়ে পেট্রোল ঢেলে দেয় ওই ব্যক্তি। আজ সকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ইন্দুজাকে কিলপাউক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্যে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মেয়েটি-মা বোনের অবস্থাও জটিল।