তিব্বতী নেতাদের অনুষ্ঠানে যেতে 'মানা' সরকারি কর্তা, রাজনৈতিক নেতাদের? দলাই লামার ভারতে যাবতীয় ধর্মীয় কার্যকলাপ চালানোর স্বাধীনতা আছে, জানিয়ে দিল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
02 Mar 2018 07:07 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার ভারতে প্রবাসী তিব্বতী নেতাদের পরিচালিত অনুষ্ঠান, সভা-সমিতিতে যোগ না দিতে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অফিসারদের পরামর্শ দিয়েছে, এহেন খবরে নানা মহলে জল্পনা চলছে, কেন এমন পদক্ষেপ। তবে তার মধ্যেই আজ এনডিএ সরকারের তরফে সাফাই দেওয়া হল, তিব্বতী ধর্মগুরু দলাই লামার ব্যাপারে ভারতের অবস্থান একেবারে পরিষ্কার, ধারাবাহিক। তিনি একজন শ্রদ্ধেয় নেতা, ভারতবাসী তাঁকে বিরাট সম্মান করে। এই অবস্থানে কোনও বদল হয়নি। ভারতে তিনি তাঁর যাবতীয় ধর্মীয় কার্যকলাপ চালাতে পারেন, তাঁর পূর্ণ স্বাধীনতা আছে।
বিদেশমন্ত্রকের এক মুখপাত্র এ কথা জানান।
মিডিয়ার খবর, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব পি কে সিনহা বিদেশসচিব বিজয় গোখেলের পাঠানো একটি নোটের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক নির্দেশে বলেন, 'সিনিয়র রাজনৈতিক নেতারা' ও কেন্দ্র, রাজ্যগুলির 'সরকারি আমলারা' যেন 'ভারতে তিব্বতী নেতাদের' আয়োজিত সব অনুষ্ঠান থেকে দূরে থাকেন। এই নির্দেশ দেওয়া হয়েছিল মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে হতে চলা তিব্বতীদের নানা কর্মসূচির ব্যাপারে। দলাই লামার ভারতে প্রবাস জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ওইসব অনুষ্ঠান হওয়ার কথা। সিনহার নোটে বলা হয়েছে, ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে এই 'সময়টা খুবই গুরুত্বপূর্ণ'।
ঘটনা হল, দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে চিন। ভারতে সরকারি, বিরোধী শিবিরের নেতারা তাঁর সঙ্গে দেখা করলেই প্রবল উষ্মা প্রকাশ করে তারা।
কিন্তু বিদেশমন্ত্রকের মুখপাত্রটি যাবতীয় ধন্দ দূর করে দেওয়ার লক্ষ্যে জানিয়ে দিলেন, দলাই লামার প্রতি ভারতের মনোভাব যা ছিল, তা-ই আছে। মুখপাত্রটি অবশ্য পি কে সিনহার নোটের প্রসঙ্গ তোলেননি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -