বিজেপি ক্ষমতায় আসার পর জীবনযাত্রার মান উন্নত হয়েছে উত্তরপ্রদেশে, দাবি আদিত্যনাথের
Web Desk, ABP Ananda | 07 Jul 2018 09:04 PM (IST)
সোনভদ্র: উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর জীবনযাত্রার মানের ধারাবাহিক উন্নতি হয়েছে বলে দাবি করলেন যোগী আদিত্যনাথ। গতকাল এখানে মুখ্যমন্ত্রী ৯টি প্রকল্প উত্সর্গ করেন, ৪৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওই দাবি করেন। বিভিন্ন আদিবাসী সম্প্রদায় ও সমাজের আর্থিক ভাবে দুর্বল অংশের ১০০১ দম্পতির গণবিবাহের আসরেও ছিলেন তিনি। তাঁদের সাত দম্পতির হাতে বিয়ের সার্টিফিকেট, প্রধানমন্ত্রী আবাস যোজনার নথিপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী। আদিবাসী অধ্যুষিত সোনভদ্রের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ নজর রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এখানে আরও উন্নয়ন হবে, তার সুফল সমাজের একেবারে নীচের তলার মানুষের কাছে পৌঁছে যাবে, এটা সুনিশ্চিত করাই উদ্দেশ্য প্রধানমন্ত্রীর।