নয়াদিল্লি: আজ থেকে ডেলিভারি শুরু বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোন ফ্রিডম ২৫১-র। মাত্র ২৫১ টাকায় ক্রেতাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কাজ আজ থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা রিঙ্গিং বেলস্।

সংস্থার ডিরেক্টর মোহিত গোয়েল জানিয়েছেন, প্রথম ধাপে আজ পশ্চিমবঙ্গ, হরিয়ানা, বিহার সহ মোট ৫ টি রাজ্যে ফোন ডেলিভারির কাজ শুরু হয়েছে। ২২৪০ টি ফোন ক্যুরিয়ার এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ডেলিভারি করা হয়েছে। এরমধ্যে ৫৪০ টি পশ্চিমবঙ্গে, ৩৯০ টি হরিয়ানায়, ৬০৫ টি হিমাচল প্রদেশে, ৪৮৪ টি বিহারে এবং ২২১ টি উত্তরাখণ্ডে ডেলিভারি করা হয়েছে।

গোয়েল আরও জানিয়েছেন, আগামীকাল আরও ২০০০ টি নতুন স্মার্টফোন ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। সেই লটে ২২৩ টি ফোন দিল্লিতে, ৩৬৪ টি পঞ্জাবে, ১০৮ টি জম্মু ও কাশ্মীরে, ৫২১ টি মহারাষ্ট্রে, ১৯৪ টি মধ্যপ্রদেশে, ২২৫ টি ঝাড়খণ্ডে এবং ৩৬৫ টি রাজস্থানে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, ২৫১ টাকা দামের এই স্মার্টফোনটি পেতে গ্রাহকদের দিতে হবে মোট ২৯১ টাকা। অতিরিক্ত ৪০ টাকা ডেলিভারি চার্জ। গত ফেব্রুয়ারি মাসে এত সস্তায় ফোন দেওয়ার কথা ঘোষণার পরই গোটা দেশের প্রায় ৭ কোটি মানুষ ফোনটি কেনার জন্য রেজিস্ট্রেশন করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দফার ডেলিভারি শেষ হলে ফের দ্বিতীয় দফার ফোন তৈরির কাজ শুরু করবে তারা। শুধু ফোনই নয়, এরপর ওই সংস্থা কমদামে এলইডি টিভি তৈরিরও পরিকল্পনা করেছে। দাম হবে ৯,৯৯০ টাকা।