নয়াদিল্লি:  দিল্লিতে আটদিন না খেতে পেয়ে তিনশিশু কন্যার মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তেরই প্রাথমিক রিপোর্টে বাচ্চা তিনটির বাবার আচরণে সন্দেহপ্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, বাচ্চাগুলোকে কোনও এক অজানা ওষুধও দিয়েছিলেন তাদের বাবা, দাবি প্রাথমিক রিপোর্টে।

 

এমনকি তিন মেয়ের মৃত্যুর পর থেকে রিক্সাচালক বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তের প্রাথমিক রিপোর্টে আরও দাবি করা হয়েছে, তিন শিশুকন্যাই পেটের গণ্ডগোলে ভুগছিল, সঙ্গে হচ্ছিল মারাত্মক বমি। যথাসময় ওআরএস এবং ওষুধ দিলে হয়তো পরিস্থিতি বদলের সম্ভাবনা ছিল।

বাচ্চাদের বাবা মঙ্গল সিংহ, ২৩ জুলাই রাতে গরম জলের সঙ্গে মিশিয়ে অজানা ওষুধটি খাওয়ায়। তারপর ২৪ জুলাই থেকে সেই ব্যক্তি নিখোঁজ। এই ধরনের নানা ঘটনা থেকেই তদন্তকারীদের মনে বাচ্চাদের বাবা সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে।

২৪ জুলাই দিল্লির সংসদ ভবন থেকে অদূরে তিন শিশুকন্যার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে অনাহারেই মৃত্যু হয়েছে বাচ্চাদের। এছাড়া গুরু তেগ বাহাদুর হাসপাতালে পুলিশের অনুরোধে একটি দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্ট এখন প্রকাশ্যে আনা হয়নি।