জম্মু: কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করার মাধ্যমে বিশেষ মর্যাদা বাতিল করার পর এবার রাজ্যের নিজস্ব পতাকা পাকাপাকিভাবে সরিয়ে ফেলা হবে। গতকাল জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার নির্মল সিংহ প্রথম সাংবিধানিক পদাধিকারী হিসেবে নিজের গাড়ি থেকে রাজ্যের পতাকা সরিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের পতাকা সরিয়ে ফেলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।
আইনজীবী অরুণ কান্দ্রু জানিয়েছেন, ১৯৫২ সালের ৭ জুন ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা সংবিধান ও পতাকার বিষয়টি রাজ্য বিধানসভায় অনুমোদিত হয়। এক বিজেপি নেতা জানিয়েছেন, এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি এক দেশ, এক সংবিধান, এক প্রধানমন্ত্রী, এক পতাকার দাবিতে অটলবিহারী বাজপেয়ীকে নিয়ে ১৯৫৩ সালের ১১ মে পারমিট ছাড়াই জম্মু ও কাশ্মীরে যান। শ্যামাপ্রসাদকে গ্রেফতার করা হয়। ১৯৫৩ সালের ২৩ জুন পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। তাঁর জন্যই জম্মু ও কাশ্মীরে প্রবেশের জন্য পারমিট প্রথা রদ হয়। মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল পদও চালু হয়। তবে আলাদা পতাকা ও সংবিধান বহাল ছিল। এতদিনে সেগুলি বাতিল হল।
বিশেষ মর্যাদা রদ হওয়ার পর পাকাপাকিভাবে সরিয়ে ফেলা হবে জম্মু ও কাশ্মীরের নিজস্ব পতাকা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 08:48 PM (IST)
গতকাল জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার নির্মল সিংহ প্রথম সাংবিধানিক পদাধিকারী হিসেবে নিজের গাড়ি থেকে রাজ্যের পতাকা সরিয়ে দিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -