নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ব্যাপারে অবশেষে মুখ খুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অডিটরদের দোষী সাব্যস্ত করলেন। পিএনবি বা ১১০০০ কোটি টাকার বেশি জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদীর নাম না করে তিনি বলেন, হিসাব পরীক্ষকরা বেনিয়ম ধরতে পারেননি, তাঁরা ব্যর্থ। তিনি তদারকি সংস্থাগুলিকে এমন জালিয়াতি চিহ্নিত করার চলতি সিস্টেম খতিয়ে দেখতে বলেন।
এছাড়া জেটলি কাঠগড়ায় তোলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও। বলেন, তারা দোষীকে চিহ্নিত করতে পারেননি। পাশাপাশি তিনি বলেন, বিক্ষিপ্ত জালিয়াতির ঘটনাগুলি যাতে গোড়াতেই ব্যর্থ করে দেওয়া যায়, তার পুনরাবৃত্তি না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে তদারকি এজেন্সিগুলিকে।
তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, যারা ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে প্রতারণা, জালিয়াতি করেছে, তাদের সরকার অভিযান চালিয়ে খুঁজে বের করবেই।