নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় গো-রক্ষার নামে হিংসার ঘটনায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, গো-রক্ষার নামে হিংসা বরদাস্ত করা যায় না। এ ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে।
এ ধরনের হিংসার ঘটনা রুখতে নির্দেশিকা প্রণয়নের আর্জি জানিয়ে দায়ের করা আর্জিতে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে।
প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, এটা একটা আইন-শৃঙ্খলার সমস্যা এবং প্রত্যেকটি রাজ্য সরকারের এক্ষেত্রে দায়িত্ব রয়েছে।
শুনানি চলাকালে বেঞ্চের পর্যবেক্ষণ, এ ধরনের হিংসার ঘটনায় একাধিক লোক জড়িত থাকে, এটা একটা অপরাধ। অতিরিক্ত সলিসিটর জেনারেল পিএস নরসিমহা বলেন, কেন্দ্র এ ব্যাপারে সজাগ এবং এর মোকাবিলা করতে সচেষ্ট। তিনি বলেছেন,এ ক্ষেত্রে মূল উদ্বেগের বিষয় হল আইন-শৃঙ্খলা বজায় রাখা।
বেঞ্চ বলেছে, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এ ধরনের ঘটনা প্রতিরোধ করার দায়িত্ব রাজ্যগুলির।
গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট গো-রক্ষার নামে হিংসা মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়ে রাজ্যগুলিকে বলেছিল। সুপ্রিম কোর্ট এক সপ্তাহের মধ্যে প্রতিটি জেলায় পুলিশের একজন পদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগেরও নির্দেশ দিয়েছিল।
শীর্ষ আদালত রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকারের কাছ থেকে জবাব চেয়েছিল।
সুপ্রিম কোর্টের ওই নির্দেশ তিন রাজ্য মানেনি বলে আদালত অবমাননার পিটিশন দায়ের করেছিলেন মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী।
গো-রক্ষার নামে হিংসা বরদাস্ত নয়, কঠোর মন্তব্য সুপ্রিম কোর্টের
ABP Ananda, web desk
Updated at:
03 Jul 2018 04:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -