নয়াদিল্লি: স্টিং ভিডিওয় দেখা গিয়েছিল, উত্তরাখণ্ডে সরকার বাঁচাতে বিদ্রোহী বিধায়কদের ঘুষ দিয়ে কেনার প্রস্তাব দিচ্ছেন তিনি। সেই স্টিং কাণ্ডেই মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে জেরা করবে সিবিআই। রবিবার এ ব্যাপারে তাঁকে শমন পাঠিয়েছে তারা।
এর আগে উত্তরাখণ্ডে কোনওরকমে সরকার বাঁচানো রাওয়াত সরকার সিবিআইয়ের কাছে দাবি করে, ওই স্টিং অপারেশন নিয়ে আর এগনোর দরকার নেই বলে মনে করে তারা, সুতরাং তদন্ত বন্ধ করা হোক। বরং একটি বিচারবিভাগীয় কমিটি গড়ে বিভিন্ন ইস্যু খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে বিধায়ক কেনাবেচা ও ঘুষ দেওয়ার প্রসঙ্গদুটিও ছিল। রাওয়াত সরকার দাবি করে, রাজ্যের বৃহত্তর স্বার্থের কথা ভেবেই সিবিআইয়ের বদলে বিচারবিভাগীয় কমিটি গড়ে এ বিষয়ে তদন্তের কথা ভেবেছে তারা। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সেই দাবি প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, এ ব্যাপারে ঝাঁপ ফেলার কোনও কারণ নেই, তদন্ত তদন্তের পথেই এগোবে।
স্টিং ভিডিও বিতর্ক: মঙ্গলবার হরিশ রাওয়াতকে জেরা করবে সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 10:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -