নয়াদিল্লি ও মুম্বই:  পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা শেয়ারবাজারে। যুদ্ধের সম্ভাবনার আশঙ্কায় সূচক পড়ল ৪৬৫ পয়েন্ট। যা গত তিন মাসের মধ্যে এক দিনে সব থেকে বড় পতন।


টানা কয়েক দিনের পতনের পর গতকালের মতো আজও সকালে বাজার খোলার পর ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স। কিন্তু ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণার পরই পড়তে শুরু করে সূচক।

দিনের শেষে ৪৬৫ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ২৭ হাজার ৮২৭-এ। অন্যদিকে, পড়ে নিফটিতেও। ১৫৩ পয়েন্ট পড়ে দিনের শেষে নিফটি দাঁড়ায় ৮ হাজার ৫৯১-এ।

পড়েছে টাকার দামও। ৪৯ পয়সা পড়ে ডলারের তুলনায় টাকার দাম দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯৫ পয়সা।

যদিও, এই পতনকে সাময়িক আখ্যা দিয়েছে কেন্দ্র। এদিন অর্থমন্ত্রকের তরফে অভয় দিয়ে জানানো হয়, দিনকয়েকের মধ্যেই শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে।

কেন্দ্রের অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা শক্তিকান্ত দাস বলেন, খুব শীঘ্রই টাকার দাম এবং শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে।

একই আশার কথা শোনা গিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফেও। এদিন স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এদিনের পতনের ফলে, বাজার খুব একটা প্রভাবিত হবে না।