ভিওয়ানি: জম্মু ও কাশ্মীরে যারা পাথর ছোঁড়ে, তাদের গুলি করে মারা উচিত। এমনই দাবি করলেন অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও বিজেপি-র রাজ্যসভার সাংসদ ড. ডি পি ভ্যাটস। তিনি বলেছেন, ‘আমি পাথর ছোঁড়া যুবকদের উপর থেকে মামলা তুলে নেওয়ার খবর পড়েছি। তবে আমার মনে হয়, যারা পাথর ছোঁড়ে তাদের গুলি করে মারা উচিত।’

এ মাসের ৭ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে ঘোষণা করেন, পাথর ছোঁড়ার দায়ে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, সেই সব মামলা প্রত্যাহার করা হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি যখন দিল্লিতে ছিলাম, আফশান আশিকের (কাশ্মীরের মহিলা ফুটবলার) সঙ্গে দেখা হয়। ও আমাকে বলে, আগে পাথর ছোঁড়ার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু যখন থেকে খেলা শুরু করেছে, ওর জীবন বদলে গিয়েছে। খেলা জীবনে বদল আনতে পারে। শিশুদের সহজেই বিপথে চালিত করা যায়। কিন্তু আমরা সত্যিটা জানি। সেই কারণেই তাদের বিরুদ্ধে পাথর ছোঁড়ার সব মামলা তুলে নিয়েছি।’ ভ্যাটস বুঝিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ।