লখনউ: জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ভূমিকার জন্যই জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা কমে এসেছে বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর আরও দাবি, গত তিন বছরে মাওবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদ ও মৌলবাদও কমে এসেছে।

আজ লখনউয়ে এনআইএ-র নতুন দফতর এবং বাসভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘আমরা দেশের নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছি। যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে তৈরি আমরা। মাওবাদী, সন্ত্রাসবাদী ও কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জয়ী হব। গত তিন বছরে উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপ ৭৫ শতাংশ কমে গিয়েছে। মাওবাদী কার্যকলাপও ৩৫ থেকে ৪০ শতাংশ কমে গিয়েছে।’

এনআইএ-র প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা যদি জাল নোটের উৎস এবং সন্ত্রাসবাদীদের টাকার জোগান বন্ধ করে দিতে পারি, তাহলে সন্ত্রাসবাদ ঠেকানোর ক্ষেত্রে বড় সাফল্য পাওয়া যাবে। এনআইএ খুব ভাল কাজ করছে। এনআইএ-র নাম শুনলেই সন্ত্রাসবাদে আর্থিক সাহায্যকারীরা আতঙ্কিত হয়ে পড়ে।’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। তিনি বলেন, প্রতি ৬ মাস অন্তর রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে এনআইএ-র বৈঠক হলে ভাল হয়। তাঁর এই প্রস্তাব সমর্থন করে রাজনাথ বলেন, সমন্বয় ছাড়া সাফল্য পাওয়া যাবে না। তথ্য আদান-প্রদান চালিয়ে যেতে হবে।