গাজিপুর : সেনাবাহিনীর তত্পরতায় কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এমনই মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, জঙ্গি সংগঠনগুলির মোকাবিলা সফলভাবে করছে ভারতীয় সেনা।
শহিদ আব্দুল হামিদের স্মরণ অনুষ্ঠানে পাথর ছোঁড়ার ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন রাওয়াত। তিনি বলেছেন, সেনা সাফল্যের সঙ্গে জঙ্গিদের তত্পরতার মোকাবিলা করছে। সেজন্য, পাথর ছোঁড়ার ঘটনা প্রায় বন্ধ হয়ে এসেছে।
জেনারেল রাওয়াত আরও বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি এখন তুলনামূলকভাবে অনেকটাই ভালো। গত জানুয়ারি-ফেব্রুয়ারির থেকে এখনকার পরিস্থিতি অনেকটাই ভালো। অদূর ভবিষ্যতে হয়ত সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হবে না।
কাশ্মীর নিয়মিত জঙ্গি হামলার ঘটনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেছেন, জঙ্গিদের উপদ্রব খতম করতে সেনা সফল অভিযান চালাচ্ছে। ভবিষ্যতেও তা চালিয়ে যাওয়া হবে। এভাবে সাফল্যের সঙ্গে কাজ  করলে শান্তি বজায় থাকবে।
আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সংক্রান্ত প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেছেন, রাজনৈতিক নেতৃত্ব ও কূটনীতিকরা আলোচনার কাজ করেন। সেনা নির্দেশ অনুসারে কাজ করে।