শ্রীনগর: পাথর ছুড়ে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান হবে না। যুবকদের উচিত নিজেদের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করা। এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, রাজনৈতিক দলগুলির উচিত রাজ্যবাসীর কাছে পৌঁছে যাওয়া।


বারামুল্লা জেলায় সেনাবাহিনীর আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন আজহার ও অভিনেত্রী দিয়া মির্জা। তারই ফাঁকে আজহার বলেন, রাজনৈতিক উদ্যোগ অবশ্যই হওয়া উচিত। কারণ, সেটা না থাকলে এধরনের হিংসা চলতেই থাকবে। তাঁর মতে, পাথর ছুড়ে কাশ্মীরি যুবকদের কোনও লাভ না।


তিনি বলেন, আমি বরাবর পাথর-ছোড়ার বিরুদ্ধে। ঈশ্বর আপনাকে যুবশক্তি দিয়েছেন, আর আপনি তা পাথর ছুড়ে নষ্ট করছেন। কী পাবেন এসব করে? এক বা দু বছর ধরে পাথর ছুড়বেন, তারপর কী হবে? বদলে এই যুবাবস্থাকে কোনও ভাল কাজে ব্যবহার করা উচিত। শিক্ষালাভ করে প্রতিভার সদ্ব্যবহার করুন। তাহলেই আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল।