গ্রেফতার রাজকোটের ‘স্টোনম্যান’
ABP Ananda, Web Desk | 03 Jul 2016 10:15 AM (IST)
রাজকোট: স্টোনম্যান! গভীর রাতে, শুনশান ফুটপাথে মাথায় পাথর মেরে তিন তিনটি খুনের অভিযোগ যার বিরুদ্ধে, সেই হীতেশ দলপত রামাবতকে গ্রেফতার করল পুলিশ। রাজকোটের পুলিশ কমিশনার অনুপম সিংহ গেহলত এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এপ্রিল মাস থেকে রাতের অন্ধকারে পরপর ৩টি নৃশংস খুন গোটা রাজকোটকে কাঁপিয়ে দেয়। কিন্তু, কিছুতেই চিহ্নিত করা যাচ্ছিল না হত্যাকারীকে। খুনের পর মৃতের ফোন থেকেই তাঁর পরিবারকে খবর দিত অভিযুক্ত হীতেশ। তার সূত্র ধরে অভিযুক্তকে শেষ পর্যন্ত গ্রেফতার করে পুলিশ।