নয়াদিল্লি: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের চ্যানেল তো আছেই, সৌদি আরব, পাকিস্তানের ৫০টিরও বেশি টিভি চ্যানেলও দেখানো হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এজন্য কোনও অনুমতিই নেওয়া হয়নি। অথচ লাগাতার ভারত-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে চ্যানেলগুলি। এমন খবর পেয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন  এ নিয়ে, কথাও বলেছেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে। অবিলম্বে ওইসব বিদেশি চ্যানেলের বেআইনি সম্প্রচার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ মানা হল কিনা, যত দ্রুত সম্ভব, তার রিপোর্টও চেয়েছেন বেঙ্কাইয়া।

এদিন বেঙ্কাইয়ার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জানিয়ে দেন, নিয়ম ভেঙে বিদেশি চ্যানেলের সম্প্রচার করার অভিযোগে সংশ্লিষ্ট কেবল অপারেটরদের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে রাজ্য সরকারের।

কেন্দ্র  এ ব্যাপারে রাজ্য সরকারকে পরামর্শ পাঠিয়েছে বলে জানান রাঠোর। বলেন, নিয়মবহির্ভূত ভাবে চ্যানেল সম্প্রচার সম্পর্কে নিয়মিত এ ধরনের পরামর্শ দেওয়া  হয় রাজ্যকে। এ ধরনের চ্যানেল সম্প্রচারের ওপর নজর রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তাদের ওইসব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এক্তিয়ারও আছে।  কাশ্মীরে জেলা কালেক্টর বা যে কোনও অনুমোদিত সরকারি অফিসার কেবল অপারেটরদের যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।