লখনউ: ইভিএম-এ জালিয়াতির অভিযোগ করা নিয়ে এবার সমাজবাদী পার্টিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল বিজেপি। আজ উত্তরপ্রদেশে দলের মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন, ‘মনে হচ্ছে ইভিএম, উত্তরপ্রদেশের মানুষের রায়, বাবা (মুলায়ম সিংহ যাদব) বা কাকার (শিবপাল সিংহ যাদব) উপর অখিলেশ যাদবের ভরসা নেই। উত্তরপ্রদেশের এবারের বিধানসভা নির্বাচনের ফল সুনামি ছিল। সব জাত-পাতের অঙ্ক বিলুপ্ত হয়ে গিয়েছে। সব আঞ্চলিক দলের নেতাদের বুঝে যাওয়া উচিত, জাত-ধর্মের রাজনীতির দিন শেষ হয়ে গিয়েছে।’
সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সপা, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টির মতো দলগুলি ইভিএম জালিয়াতির অভিযোগে সরব হয়েছে। নির্বাচন কমিশন ইভিএম-এ গোলমালের অভিযোগ খারিজ করে দিলেও, বিরোধী দলগুলি সেটা মানতে নারাজ। সেই কারণেই এবার প্রতি-আক্রমণ করল বিজেপি। আজ এক নতুন স্লোগানের মাধ্যমে একযোগে তিন বিরোধী দলকে কটাক্ষ করেছে বিজেপি। রাকেশ বলেছেন, ‘অখিলেশ, মায়া, কেজরীবাল, এক সুর, এক তাল।’
এর আগে আজ অখিলেশ বলেন, ইভিএম-এর উপর ভরসা করা যায় না। কখন গোলমাল হবে, সফটওয়্যারের সমস্যা হবে কেউ বলতে পারে না। মেশিনকে ভরসা নেই। তাই ভবিষ্যতে সব নির্বাচনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ করা উচিত। ব্যালট পেপারের উপর তাঁদের ১০০ শতাংশ বিশ্বাস আছে। তাই ব্যালটেই ভোটগ্রহণের দাবি জানাচ্ছেন তাঁরা। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবেই কটাক্ষ করল বিজেপি।
ইভিএম নিয়ে কাঁদুনি না গেয়ে মানুষের রায় মেনে নিক সপা, কটাক্ষ বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2017 09:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -