নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের ‘রফতানি’ বন্ধ করতে পাকিস্তানকে হুঁশিয়ার করল ভারত। নয়াদিল্লির বার্তা, ভূখণ্ডের অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য যা যা প্রয়োজনীয়, সবকিছুই করা হবে।

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সরকারের হয়ে জবাব দিতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিংহ জানান, সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতামূলক হামলা নিয়ে পাক প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র। তিনি বলেন, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি বুরহান ওয়ানি নিধনের পর তার সমর্থনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব যেভাবে মুখ খুলছেন, তা ভারত একেবারেই ভাল চোখে দেখছে না। এই মর্মে পাকিস্তানকে যাবতীয় সন্ত্রাসমূলক এবং ভারত-বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য হুঁশিয়ার করেছে কেন্দ্র।

তিনি জানান, পাকিস্তানকে বলা হয়েছে, যদি তারা ভারতীয় ভূখণ্ডে নাশকতামূলক কার্যকলাপ বন্ধ না করে, তাহলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবেই। একইসঙ্গে, মুম্বই হামলা ও পঠানকোট হামলায় ডড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে জানিয়েছে নয়াদিল্লি।

সিংহ আশ্বস্ত করেন, দেশের ভূখণ্ডের অখণ্ডতা এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করতে কেন্দ্র সব ধরনের ব্যবস্থাগ্রহণ করছে। এই ক্ষেত্রে সরকার সদা-সতর্ক বলেও দাবি করেন তিনি।