নয়াদিল্লি: তাঁকে তিষ্ঠোতে দেওয়া হচ্ছে না, সারাক্ষণ টার্গেট করা হচ্ছে। এই অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের উদ্দেশে এক ফেসবুক পোস্ট করেছেন সনিয়া গাঁধীর জামাতা রবার্ট ভঢরা। ভঢরার দাবি, ভুলভাল অভিযোগ করার বদলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলুন কেজরী।

প্রিয়ঙ্কা ভঢরার স্বামী লিখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী বোধহয় সবথেকে বেশি উল্লেখ করেন রবার্ট ভঢরার নাম। তিনি বলেছিলেন, ‘ভঢরা ওঁকে জ্যান্ত খেয়ে ফেলবেন’- এ থেকে বোঝা যায় তাঁর আমার প্রতি অদ্ভুত অবসেশন রয়েছে। লোক ক্ষ্যাপানো বন্ধ করে দিল্লির মুখ্যমন্ত্রী আমার সঙ্গে সরাসরি কথা বললে ভাল হয়।

দেখুন রবার্টের বক্তব্য


দিনকয়েক আগে দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরীবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বলেন, আপনি সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করতে পারেন, শীলা দীক্ষিতকে নয়. যদি প্রধানমন্ত্রী রবার্ট ভঢরার বিরুদ্ধে আঙুল তোলার হিম্মত রাখেন, তবে মানব, তাঁর বুকের ছাতি সত্যিই ৫৬ ইঞ্চি। ভঢরা ওঁকে জ্যান্ত খেয়ে ফেলবেন।

২০১২-য় কেজরী অভিযোগ করেন, সনিয়া গাঁধীর জামাতা বিরাট জমি কেলেঙ্কারিতে যুক্ত। নির্মাণ সংস্থা ডিএলএফ-এর কাছ থেকে অসুরক্ষিত ঋণ নিয়ে কোটি কোটি টাকা দামের জমি কিনে চলেছেন তিনি। বদলে ওই সংস্থাকে নানা সুযোগ সুবিধে পাইয়ে দিয়েছে দিল্লি, রাজস্থান ও হরিয়ানার তৎকালীন কংগ্রেস সরকার।

যদিও ভঢরা ও ডিএলএফ এই অভিযোগ অস্বীকার করে।