মুম্বই: অন্যের বাথরুমে উঁকি না মেরে নিজের দফতরের মর্যাদা রক্ষা করে সুশাসনের ওপর নজর দেওয়া উচিত প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীকে ঠিক এই ভাষায় আক্রমণ করল শরিক শিবসেনা।
দলীয় মুখপত্র ‘সামনা’-তে প্রকাশিত সম্পাদকীয়তে শিবসেনা লিখেছে, উত্তরপ্রদেশে ভোটপ্রচার করতে গিয়ে মোদী জানান, তাঁর কাছে বিরোধী দলগুলির ভাগ্যফল রয়েছে। জবাবে, মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, এখন তো ভাগ্যফল ইন্টারনেটে বিনামূল্যেই পাওয়া যায়। শিবসেনার মতে, এর থেকেই পরিষ্কার, প্রচারের মান কতটা পড়ে গিয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, অন্তত প্রধামনন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উচিত নয়, এধরনের কাদা-ছোঁড়াছুঁড়িতে থাকা। পদগুলিতে প্রচণ্ড পরিমাণে সততা রয়েছে। যাঁরা ওই পদে রয়েছেন, তাঁদের উচিত পদের গরিমা অটূট রাখা।
সম্পাদকীয়তে যোগ করা হয়, উত্তরপ্রদেশ নির্বাচনে যা হওয়ার তাই হবে। কিন্তু, প্রধানমন্ত্রীর উচিত কেন্দ্রের ওপর গুরুত্ব দেওয়া। তেমনই মুখ্যমন্ত্রীদের উচিত নিজেদের রাজ্যকে নিয়ে ভাবা। একজনের উচিত নয় অন্যের বাথরুমে উঁকি মারা। এটা এড়িয়ে চলাই শ্রেয়।
সম্প্রতি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটাক্ষ করে মোদী বলেছিলেন, ডক্টর সাব সব জানেন। রেনকোট চাপিয়ে বাথরুমে কী করে স্নান করতে হয় তাও। এর জবাবে, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী পাল্টা কটাক্ষ করে জানান, অন্যের বাথরুমে উঁকি মারার প্রবণতা রয়েছে প্রধানমন্ত্রীর।
এখানেই থেমে না থেকে বিরোধীদের হুমকি দেওয়ার জন্যও মোদীকে একহাত নেয় শিবসেনা। সম্পাদকীয়তে বলা হয়, আপনি ক্ষমতায় আছেন তাই বিরোধীদের কুণ্ডলী আপনার কাছে রয়েছে। কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। আপনাকে এর জন্য শাসন ক্ষমতা দেওয়া হয়নি। মনে রাখবেন, আপনি ক্ষমতা থেকে সরলে উত্তরসূরীর কাছেও আপনার ভাগ্য চলে আসতে পারে।