নয়াদিল্লি: গুজরাতের গাধাদের প্রচার করা বন্ধ করুন! অমিতাভ বচ্চনকে পরামর্শ দিলেন অখিলেশ সিংহ যাদব, যা উত্তরপ্রদেশের চলতি ভোটগ্রহণ ও প্রচার পর্বে বিজেপি ও সপা-কংগ্রেস দ্বৈরথে নতুন মাত্রা এনে দিল বলে মনে করা হচ্ছে। বিগ বি-কে তিনি টেনে আনলেন নির্বাচনী প্রচার যুদ্ধে।
বেশ কিছুদিন হয়ে গেল বিগ বি গুজরাতের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের দায়িত্ব পালন করছেন। গুজরাত পর্যটনের একেবারে সাম্প্রতিক বিজ্ঞাপনে তাঁকে একপাল গাধার সঙ্গে দেখা যাচ্ছে। বিজ্ঞাপনে তিনি গুজরাতের কচ্ছের লিটল রানের বন্য গাধাদের অভয়ারন্যে সফরের আমন্ত্রণ জানাচ্ছেন পর্যটকদের।
এ নিয়ে গুজরাতের বিজেপি সরকারকেই কটাক্ষ করে অমিতাভকে গাধাদের হয়ে প্রচার বন্ধ করতে আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। চতুর্থ দফার ভোটগ্রহণের আগে রায়বেরিলির প্রচার সভায় অখিলেশ বলেছেন, গুজরাতে গাধারাও প্রচার পাচ্ছে। আর আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপনের পিছনে পয়সা ঢালার অভিযোগ তোলা হচ্ছে। শতাব্দীর সুপারস্টারকে আবেদন করছি, গুজরাতের গাধাদের প্রচার করবেন না।
প্রধানমন্ত্রীর গতকালের ভাষণেরও জবাব দিয়েছেন অখিলেশ। বলেছেন, প্রধানমন্ত্রীর দাবি, রমজানে ২৪ ঘন্টা বিদ্যুত দিলে হোলির সময়ও দিতে হবে। আমি তাঁকে বলছি, গঙ্গা মা-র প্রতি শ্রদ্ধা থাকলে তার নামে শপথ নিয়ে বলুন, বারানসী ২৪ ঘন্টা বিদ্যুত পায় না পায় না।
গতকালের সভায় মোদী এও বলেন, কবরস্থানের জন্য জমি দেওয়া হলে শ্মশানের জন্যও জমি দিতে হবে। ভেদাভেদ চলবে না। প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে জলঘোলা হচ্ছে।
অখিলেশের দাবি, আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, ভোটে আমরাই এগিয়ে আছি, ক্ষমতায় আসছি।
মোদীকে কটাক্ষ, গুজরাতের গাধাদের হয়ে প্রচার করবেন না! অমিতাভকে 'পরামর্শ' অখিলেশের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 03:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -