নয়াদিল্লি: মহাভারতের যুগে ইন্টারনেট, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তুলনা করে ডায়না হেডেনের চেহারা নিয়ে কটাক্ষ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নয়, সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিস আসা উচিত। এমন নানা বিতর্কিত মন্তব্য করে এই কয়েকদিনে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে বিভিন্ন স্তরে সমালোচনা, কটাক্ষকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তিনি যে কোনওভাবেই তাঁর বিতর্কিত মন্তব্যে লাগাম পড়াতে নারাজ, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
রবিবার এক অনুষ্ঠানে তিনি ত্রিপুরার তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়েছেন, নিজেদের অমূল্য সময় নষ্ট করে সরকারি চাকরির জন্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পিছনে না ছুটে, অন্যভাবে পয়সা রোজগারের ভাবনা-চিন্তা করা উচিত তাঁদের। সরকারি চাকরির বিকল্প হিসেবে, বিপ্লব দেবের পরামর্শ তরুণ প্রজন্ম পানের দোকান খুলুন বা গরু কিনে দুই দুইয়ে টাকা রোজগার করুন। তাতে তাঁর মতে দশ বছরে একজন ১০ লক্ষ টাকা রোজগার করতে সক্ষম হবেন। কেউ যদি পানের দোকান খোলেন, তাহলে তার এখনই পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবে।
এএনআই সূত্রে খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মতে, একজন শিক্ষিত ভারতীয়র সরকারি চাকরির পিছনে না ছুটে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় নিজের ব্যবসা শুরু করা উচিত।
সরকারি চাকরির পিছনে না ছুটে পানের দোকান খুলুন, দুধ দুইয়ে রোজগার করুন, তরুণ প্রজন্মকে পরামর্শ বিপ্লব দেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2018 11:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -