নয়াদিল্লি: রাজধানী দিল্লির আকাশ বিষিয়ে ওঠা নিয়ে বলিউড ছবির গানের কলি ধার করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গাঁধী।


১৯৭৮ সালের ‘গমন’ ছবির একটি গানের কলি তুলে আনেন কংগ্রেস সহ-সভাপতি। টুইটারে লেখেন, ‘সীনে মে জ্বলন/আখোঁ মে তুফান সা কিঁউ হ্যায়/ইস শহর মে/হর শক্স/পরেশান সা কিউঁ হ্যায়..’ অর্থাৎ, বুক ধরেছে জ্বলন, চোখে উঠেছে ঝড়, এই শহরে সকলেই যেন সমস্যায় রয়েছে।


রাহুলের ইঙ্গিত যে দিল্লির মারাত্মক বায়ুদূষণের দিকেই, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এই গানের কলির সঙ্গেই নাম না করে প্রধানমন্ত্রীকে ‘সাহেব’ বলে উল্লেখ করে রাহুল যোগ করেন, সাহেব আপনি কি বলবেন, সব জেনেশুনেও কেন না জানার ভনিতা করছেন?


[embed]https://twitter.com/OfficeOfRG/status/929976317226860544[/embed]

এই মন্তব্যের সঙ্গে রাহুল একটি ছবিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, শিশুরা মুখে মাস্ক পরে রয়েছে। টুইটারে একটি সংবাদও ‘অ্যাটাচ’ করেন রাহুল। যার শিরোনামে বলা হয়েছে, ভারতে দূষণে ১৮ লক্ষ মানুষ মারা গিয়েছেন।


বিগত বেশ কিছু দিন ধরেই বিষাক্ত বাতাসে ভরে গিয়েছে দিল্লির আকাশ। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বাধ্য হয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নেতৃত্বাধীন দিল্লির আম আদমি পার্টি সরকার।


এই প্রথম নয়। সাম্প্রতিককালে এক-লাইনের মন্তব্য দিয়ে প্রধানমন্ত্রী মোদী, অন্যান্য মন্ত্রী ও কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন রাহুল। এমনই একটি টুইটে তিনি কেন্দ্রের জিএসটির সঙ্গে বলিউড ছবি ‘শোলে’-র বিখ্যাত ভিলেন ‘গব্বর সিংহ’-কে তুলনা টানেন।