প্রসঙ্গত, প্রবাসী ওই ভারতীয়র নাম জগন্নাথন সেলভারাজ। তিরুচিরাপল্লী থেকে কাজের সূত্রে দুবাই গিয়ে চরম দুর্দশায় পড়েন তিনি। দুবাইয়ে তাঁর থাকার জায়গা ছিল না। মাসের পর মাস কাটিয়েছেন সোনাপুরের একটি পাবলিক পার্কে। মায়ের মৃত্যুর খবর শুনেও ফিরতে পারছিলেন না। সোনাপুর থেকে কারামার আদালতে যেতে বাসভাড়া সামান্য কয়েক দিরহাম। সেটুকু দেওয়ার সামর্থ্যও ছিল না তাঁর। দেশে ফেরার বিমানের টিকিট জোগাড় করতে দু বছরের ওপর ১০০০ কিমির বেশি রাস্তা হেঁটে লেবার কোর্টে শুনানির জন্য যাওয়া-আসা করেছেন। প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা লাগত আসা যাওয়া করতে। তাঁর এই খবর স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়। সেই খবর গোচরে আসে সুষমার। সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠান। অবশেষে তাঁর সাহায্যেই দেশে ফিরতে পারলেন সেলভারাজ। দুবাই থেকে ফেরান হল ‘দু বছর ধরে ১০০০ কিমি পথ হাঁটা’ ভারতীয়কে: সুষমা
Web Desk, ABP Ananda | 06 Dec 2016 12:44 PM (IST)
নয়াদিল্লি: দেশে ফেরার জন্য ২ বছর ধরে ১০০০ কিমি-র বেশি হাঁটাহাঁটি বিফলে যায়নি। অবশেষে দেশে ফিরলেন দুবাইয়ের প্রবাসী ভারতীয়। নিজের দেশে, নিজের গ্রামে ফিরেছেন তিনি। স্বয়ং বিদেশমন্ত্রী টুইট করে জানিয়েছেন সে খবর। টুইটারে সুষমা স্বরাজ লিখেছেন, আমরা তাঁকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। নিজের গ্রামে পাঠাতে পেরেছি।