ভডোদরা: তার সঙ্গে জুড়ে গেছে 'অবোলা' শব্দটা। কথায় কথায় লোকে বলে, গরুর মত নিরীহ। কিন্তু শুধু দরকারে কেন, অদরকারেও গরু যে কী সাংঘাতিক হতে পারে, তার প্রমাণ ভডোদরার এই ঘটনা। রাস্তায় ঘুরে বেড়ানো এক গরুর হামলায় মারা গিয়েছেন একজন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্পেনের রগচটা, যোদ্ধা ষাঁড় নয়, নেহাতই ঠান্ডা স্বভাবের বলে পরিচিত এক গরু স্রেফ গুঁতিয়ে এই কাণ্ড করেছে।

মৃতের নাম শোয়াল ঠাকোর। ২৯ বছরের যুবক মোটরসাইকেলে করে বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। রেস কোর্স এলাকায় সিএনজি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গরু আচমকা তেড়ে এসে তাঁর ওপর হামলা করে। তাএকটি শিং সোজা গিয়ে ঢুকে যায় শোয়ালের বুকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

গরুর হামলায় মৃত্যু অবশ্য এই প্রথম হল না এখানে। মাত্র কদিন আগে, ৩১ তারিখে নিউ ভিআইপি রোড এলাকায় এমনই এক গরুর আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫২ বছরের এক ব্যক্তি। তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন গরুটি আচমকা ছুটে এসে সজোরে গুঁতিয়ে দেয় তাঁকে।

ভডোদরা পুর কমিশনার বিনোদ রাও জানিয়েছেন, রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুদের ধরতে ৮টি দল গড়েছে পুরসভা।