নয়াদিল্লি: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ।
খবরে প্রকাশ, বুধবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। প্রায় দশ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প। ইউরোপীয়-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার দাবি করেছে, ভূমিকম্পের উৎসস্থল উত্তরাখণ্ডে, দেরাদূন থেকে ১২১ কিলোমিটার দূরে। আবার মৌসম ভবন থেকে জানানো হয়েছে, মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে উৎসারিত হয়েছে এই ভূমিকম্প। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের চাম্পাওয়াত, দেরাদূন, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড়, বাগেশ্বর এবং চামোলি জেলায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া, পঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজধানী দিল্লি সহ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন(এনসিআর), গুরগাঁও, নয়ডাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।