ফি বাকি মাত্র ৩০০ টাকা, পরীক্ষায় বসতে না দেওয়ায় হার্টফেল করে মৃত্যু মধ্যপ্রদেশের বিসিএ ছাত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2018 09:50 AM (IST)
সাতনা: ফি না জমা দেওয়ায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এরফলে হার্টফেল করে ২০ বছরের বিসিএ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মধ্যপ্রদেশের সাতনায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত পড়ুয়ার নাম মোহনলাল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মৃত ছাত্রের ক্ষুব্ধ পরিবারের লোকজব ও প্রতিবেশীরা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। তাঁরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মৃতের এক আত্মীয় বলেছেন, মাত্র ৩০০ টাকার জন্য মোহনলালকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কেরিয়ার বরবাদ হয়ে যাবে, এই চিন্তায় মুষড়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান মোহনলাল। রামকৃষ্ণ কলেজের বিসিএ পড়ুয়া ছিলেন মোহনলাল। তিনি ফি হিসেবে ইতিমধ্যেই ২৫,৭০০ টাকা জমা দিয়েছিলেন। কিন্তু বাকি ৩০০ টাকা জমা দিতে না পারায় তাঁকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। বিক্ষোভকারীরা জানিয়েছেন, জেলা প্রশাসন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।