শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে পাথরবাজির নিশানা হল স্কুলবাস। সেনা বা নিরাপত্তাবাহিনীর ওপর সাধারণত পাথর হামলা চলে সেখানে। কিন্তু বুধবার সকালে সোপিয়ানে একদল দুষ্কৃতী সেখানকার জাভুরা এলাকার রেনবো হাইস্কুলের একটি বাসের ওপর পাথর ছুঁড়ে মারে। পাথরের ঘায়ে জখম হয়েছে বাসের ভিতরে থাকা স্কুলের দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া। তার মাথায় আঘাত লেগেছে। তাকে সঙ্গে সঙ্গে এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গত পরশু কাশ্মীরে লস্কর-ই-তৈবা জঙ্গিদের গুলিতে তিন কাশ্মীরী যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ হয়েছে। সন্ত্রাসবাদীরা কি এবার নিরাপত্তাবাহিনীর পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও টার্গেট করা শুরু করল, প্রশ্ন উঠছে।




আর এবার বাচ্চাদের স্কুলবাসে পাথর হামলা চলল আজ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইটারে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, স্কুলের বাচ্চা বা ট্যুরিস্টদের বাসে পাথর মেরে কী করে নিজেদের এজেন্ডা পূরণে সুবিধা হবে এই পাথরবাজদের? এমন হামলার দ্বিধাহীন নিন্দা করা উচিত আমাদের সকলের। এই ট্যুইটে আমি আমার নিন্দা জানালাম।