মুজফফরনগর: গুরুগ্রামে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরের হত্যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এর মধ্যেই সামনে এল আর এক শোচনীয় ঘটনা। উত্তরপ্রদেশের মুজফফরনগরের শারডিন স্কুলে শিক্ষকের থাপ্পড়ে এক ছাত্র তাঁর এক চোখের দৃষ্টি খুইয়েছে।


আহত ছাত্রের নাম সফান। সে শারডিন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। অপরাধ বলতে শিক্ষকের অনুমতি না নিয়ে নিজের বন্ধুদের বেঞ্চের কাছে চলে গিয়েছিল সে। এরপরই শিক্ষক তাকে এমন থাপ্পড় মারেন যে ছেলেটির একটি চোখের দৃষ্টি চলে গিয়েছে।



সফানের বাবা অভিযুক্তশিক্ষক ও শারডিন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন।

শারডিন স্কুল মুজফফরনগরের নামী স্কুলগুলির মধ্যে অন্যতম। এখানে শহরের সরকারি হর্তাকর্তাদের ছেলেমেয়েরা পড়ে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে মুখ খোলেনি।