মুম্বই: প্রজেক্ট ওয়ার্ক শেষ না করায় স্কুলের প্রিন্সিপালের নির্দেশে ৫০০টা সিট আপ করে অসুস্থ ক্লাস এইটের ছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মহারাষ্ট্রের কোলাপুরের ওই স্কুলের ৪৫ বছর বয়সি প্রিন্সিপালকে গ্রেফতার করে পুলিশ। চাঁদগড়ের সিনিয়র পুলিশকর্তা বলেন, গতকাল ভারতীয় দণ্ডবিধির ৩২৫ (স্বেচ্ছায় কাউকে আহত করা), ৫০৬ (অপরাধ করার জন্য ভয় দেখানো) ধারায় অশ্বিনী দেবান নামে ওই প্রিন্সিপালকে গ্রেফতার করি আমরা। পরে তিনি জামিনে ছাড়া পান।
গত ২৪ নভেম্বর দেবান অষ্টম শ্রেণির ৮টি মেয়েকে প্রজেক্ট ওয়ার্ক সম্পূর্ণ না করায় ৫০০টা সিট আপ দিতে বলেন। ১৩ বছরের মেয়েটি সিট আপ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। গত ১০ ডিসেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনার জেরে ওই প্রিন্সিপালকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।