রতলম (মধ্যপ্রদেশ): স্কুল থেকে বাড়িতে ফোনে নালিশ। রাগে স্কুলের ডিরেক্টরকে গুলি ক্লাস নাইনের ছাত্রের! মারাত্মক জখম হয়েছেন তিনি। এখানকার জারোয়া এলাকার ঘটনা।
জারোয়া সিটি পুলিশ সুপার দীপক শুক্ল জানিয়েছেন, ১৫ বছর বয়সি ওই পড়ুয়া বাড়ির পোশাক পরে স্কুলে এলে তাকে বাড়ি ফিরে গিয়ে ইউনিফর্ম পরে আসতে বলেন এক শিক্ষক। বাড়ি ফিরে ছেলেটি ইউনিফর্ম পরছিল। আর তখনই স্কুল থেকে বাড়িতে ফোন করে তার অভিভাবকদের জানানো হয়, তাঁদের ছেলে বৃহস্পতিবার, শুক্রবার স্কুলেই আসেনি। তাকে বকাঝকা করেন বাবা-মা। এতে মাথায় খুন চেপে যায় ছেলেটির। সে পিস্তল নিয়ে স্কুলে যায়। ডিরেক্টর অমিত জৈনের ঘরে ঢুকে তার তলপেটে গুলি করে। মারাত্মক আহত অবস্থায় মাইলস্টোন অ্যাকাডেমি স্কুলের ওই কর্তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ইন্দোরে পাঠানো হয়।
ঘটনার পর থেকে পলাতক ওই ছাত্র।
স্কুল থেকে ফোনে নালিশ, ডিরেক্টরকে গুলি নবম শ্রেণির পড়ুয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2016 07:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -