সুষমার কাছে সাহায্য চাওয়া ওই ছাত্রর নাম শেখ আতিক। তিনি ট্যুইটারে লেখেন, ‘আমি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। ফিলিপিন্সে মেডিসিনের কোর্স করতে এসেছি। আমার পাসপোর্ট নষ্ট হয়ে গিয়েছে। একমাস আগে নতুন পাসপোর্টের আবেদন জানিয়েছি। দয়া করে আমাকে সাহায্য করুন। কারণ, শারীরিক পরীক্ষার জন্য আমাকে দেশে ফিরতে হবে।’
আতিককে সুষমা বলেন, ‘তুমি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। কিন্তু তোমার প্রোফাইল বলছে, তুমি ভারত অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। এরকম কোনও জায়গা নেই।’ অনেকেই বিদেশমন্ত্রীর এই আচরণের প্রশংসা করছেন।