লখনউ: গত বুধবার যোগী আদিত্যনাথের কনভয়ের রাস্তা আটকে তাঁকে কালো পতাকা দেখান সমাজবাদী পার্টির ছাত্র শাখার যে ১১ সদস্য, তাঁদের জামিন দিল না আদালত। সেদিন লখনউ বিশ্ববিদ্যালয়ে ছত্রপতি শিবাজীকে নিয়ে এক অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী।


বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে মুখ্যমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল রাম নায়েক, লখনউ জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বিশ্ববিদ্যালয়, পড়ুয়াদের ক্ষতি করে সেখানে বিজেপির প্রচার হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের সামলাতে হিমশিম খায় পুলিশ।

গতকাল হাসানগঞ্জ পুলিশ মামলার কেস ডায়েরি পেশ করলে তা খতিয়ে দেখে আদালত মন্তব্য করে, অপরাধের মাত্রা গুরুতর, ফলে জামিন পেতে পারেন না আবেদনকারীরা। ২ ছাত্রী সহ ১১ জনের জামিনের আবেদন নাকচ করে দেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুনীল কুমার। ৮ জুন ১১ জনকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্ধ্যা শ্রীবাস্তব।

এদিকে মুখ্যমন্ত্রীর কনভয়ে বাধা দিয়ে নিরাপত্তা ভঙ্গ করায় ওই ১১ জনের মধ্যে আটজনকে সাসপেন্ড করেছে লখনউ বিশ্ববিদ্যালয়। পড়ুয়া হিসাবে প্রাপ্য কোনও সুযোগসুবিধাই পাবেন না তাঁরা।