নয়াদিল্লি: সোপিয়ানে গুলিচালনায় দুজন নাগরিকের মৃত্যুর ঘটনায় কয়েকজন সেনা জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় মেহবুবা মুফতি সরকারকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর। জম্মু ও কাশ্মীর পুলিশ এফআইআর রুজু করেছে। পাল্টা বিজেপি সাংসদ স্বামী মেহবুবার জোট সরকারকে নিশানা করে বলেছেন, এ কী ননসেন্স। এই সরকারকে বরখাস্ত করা হোক। মেহবুবা মুফতিকে ওই এফআইআর প্রত্যাহার করতে বলুন, নয়তো ওদের উত্খাত করা হবে। কেন্দ্রের শাসক দল বিজেপি কেন জম্মু ও কাশ্মীরে পিডিপি-র সঙ্গে জোট ভেঙে দিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, কেন আমরা ওই সরকারে রয়েছি, আজ পর্যন্ত সেটা বোধগম্য নয় আমার।
গত শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের গানোপুরা গ্রামে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের মোকাবিলায় গুলি চালায় সেনাবাহিনী। দুজন নাগরিক নিহত হন, ৯ জন জখম হন। এফআইআর দায়ের হলেও তাতে কোনও সেনা অফিসারের নাম নেই বলে সোমবার জানান জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এসপি বৈদ। বলেন, এফআইআর তদন্ত প্রক্রিয়া শুরু, শেষ নয়। কোনও অফিসারের নাম করা হয়নি। এফআইআরে শুধু অমুক অমুক ইউনিট, এই এই লোকেরা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। কোন পরিস্থিতির জেরে সেনাবাহিনী আক্রান্ত হল, সেটাও তদন্ত করে দেখার বিষয় বলে জানান বৈদ।
এদিন জম্মু ও কাশ্মীর বিধানসভায়ও বিরোধীরা সেনার বিরুদ্ধে মামলা হওয়ার প্রতিবাদে মেহবুবা সরকারকে তুমুল আক্রমণ করে।
এদিকে এর মধ্যেই আজ জম্মু ও কাশ্মীরের ডেপুটি গ্র্যান্ড মুফতি নাসিরুল ইসলাম পিডিপিকে বিজেপির সঙ্গে তাদের জোট ভেঙে দিতে বলেন, পাশাপাশি সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পার মতো 'দানবীয় আইনগুলি' প্রত্যাহারের দাবিও জানান। বলেন, মুখ্যমন্ত্রীর উচিত রাজ্য থেকে আফস্পার মতো সব আইন তুলে নেওয়ার দাবি করা, বিজেপির সঙ্গে তাঁর দলের আঁতাত ভেঙে দেওয়া।
রাজ্য বিধান পরিষদে সোপিয়ানে সেনার গুলিতে মৃত্যুর ঘটনার তদন্তকে তার ন্যয়সঙ্গত পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও তা স্রেফ 'ভাঁওতা' বলে কটাক্ষ করেন ওই ধর্মগুরু।