নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি-কাণ্ডে এবার সংসদে পাল্টা কংগ্রসের আক্রমণের মুখে সুব্রহ্মণ্যম স্বামী।
এদিন রাজ্যসভায় কংগ্রেসের ডেপুটি লিডার আনন্দ শর্মা প্রশ্ন তোলেন, সিবিআই ও ইডি-র গোপন নথি কীভাবে হাতে পেলেন স্বামী? তাঁদের আরও প্রশ্ন, সংসদে স্বামী যে অভিযোগ করেছেন, তা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি তাঁর কাছে আছে তো?
এর উত্তরে ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বলেন, উচ্চকক্ষ একটি রুল ইতিমধ্যেই জারি করেছে। সেই অনুযায়ী, স্বামী সংসদে দাঁড়িয়ে বুধবার যা যা অভিযোগ করেছেন, তার স্বপক্ষে প্রাসঙ্গিক নথি পেশ করতে হবে এবং তা যে আসল তা প্রমাণ করতে হবে। না হলে, স্বামীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন কুরিয়েন।
এরপরই বিজেপি নেতা তথা সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানান, ইতিমধ্যেই স্বামী সংসদের টেবিলে চপারকাণ্ডে করা যাবতীয় অভিযোগের প্রাসঙ্গিক নথি পেশ করেছেন এবং তিনি নিজে তা খাঁটি বলে দাবি করেছেন। যার পরে কুরিয়েন জানান, নথিগুলি সবিস্তারে পরীক্ষা করে দেখা হবে।
এদিকে, চপার তদন্তে সিবিআই-এর অনুরোধে এই কাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন দূতাবাসকে এই মর্মে নির্দেশ দিয়েছে, তারা যেন সংশ্লিষ্ট দেশের প্রশাসনকে ভারতের তরফে পাঠানো লেটার রোগেটরি (আইনি অনুরোধ)-এর দ্রুত নিষ্পত্তি করে।
পাশাপাশি, এই মামলার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রতিরক্ষামন্ত্রক, আয়কর ও অন্যান্য কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির থেকে সেই সকল আধিকারিক ও ব্যক্তিদের তথ্য জানতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যাঁদের নাম এই দুর্নীতিকাণ্ডে উঠে এসেছে।
অগুস্তা ইস্যুতে পর্রীকরের প্রশংসায় মোদী
অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর বুধবার সংসদে যে বিবৃতি রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্রীকরের বিবৃতির পুরো ভিডিও এদিন ট্যুইটারে পোস্ট করে মোদী তাঁর অনুগামীদের অনুরোধ করেন, সেটি শুনতে।
এরসঙ্গেই মোদী লেখেন, পর্রীকরের ওই বক্তৃতা তাঁর দেখা অন্যতম সেরা। তিনি বলেন, সংসদীয় কৌলিন্য ও ঐতিহ্য বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। মোদী আরও জানান, পর্রীকর রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মামলার সমস্ত প্রাসঙ্গিক নথি পেশ করেছেন।
বস্তুত, গতকাল সংসদে এই মামলায় সরকারের জবাবি ভাষণে নাম না করে বিগত ইউপিএ সরকারকে তুলোধনা করেন পর্রীকর। তিনি জানান, ‘এক অদৃশ্য হাত’-এর কারণে এই মামলায় সঠিক তদন্ত করেনি পূর্বতন সরকার।
আরও পড়ুন:
চপার কাণ্ডে ঘুষ খেয়েছেন সনিয়া গাঁধী, অভিযোগ সুব্রহ্মণ্যম স্বামীর
কপ্টার কাণ্ড: উঠল রাহুল গাঁধীর নাম, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিল বিজেপি
চপারকাণ্ডে কংগ্রেসকে নিশানা তৃণমূলের, রাজ্যসভা থেকে বের করে দেওয়া হল সুখেন্দুশেখরকে
চপার কাণ্ডে আরও প্যাঁচে সনিয়া, প্রাক্তন বায়ুসেনা প্রধান ত্যাগীকে জেরা করল সিবিআই
অগুস্তা ওয়েস্টল্যান্ড: বুধবার সংসদে তথ্য পেশ করবেন পর্রীকর
অগুস্তা ওয়েস্টল্যান্ড: কে ঘুষ নিয়েছে? জবাব দিক ইউপিএ, আক্রমণ পর্রীকরের
ক্ষমতা থাকলে সনিয়াকে গ্রেফতার করুক বিজেপি: কেজরীবাল
অগুস্তাওয়েস্টল্যান্ড ডিল: প্রাক্তন বায়ুসেনা উপ প্রধানকে জেরা সিবিআইয়ের
অগুস্টা ওয়েস্টল্যন্ড: সুব্রহ্মণ্যম স্বামীকে আক্রমণ কংগ্রেসের, পাল্টা বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 04:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -