নয়াদিল্লি: ফের বাড়ল ভতুর্কির রান্নার গ্যাসের দাম। গত এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার দাম বাড়ল। যদিও দাম বেড়েছে সামান্যই। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১.৯৩ টাকা। ভর্তুকি কমানোর লক্ষ্যেই এই দামবৃদ্ধি।

উল্লেখ্য, গত ১ জুলাই ভর্তুকির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু বেড়েছিল ১.৯৮ টাকা।

এলপিজি ও কেরোসিনে ভর্তুকি তুলে দেওয়ার জন্য সরকার সম্প্রতি ডিজেলের মূল্য সংক্রান্ত নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৪-তে তদানীন্তন ইউপিএ সরকার ডিজেলের মূল্য নির্ধারনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তুলে নিয়েছিল। এর আগে ভর্তুকি তুলে নেওয়ার জন্য প্রতি মাসে ডিজেলের দাম মাসে প্রতি লিটারে ৫০ পয়সা করে বাড়ানো হয়েছিল।

এই পথেই রান্নার গ্যাস ও কেরোসিনে ভর্তুকি প্রত্যাহার করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। ১০ মাস ধরে প্রতিমাসে কেরোসিনের দাম লিটার পিছু ২৫ পয়সা বাড়াতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে অনুমতি দিয়েছে সরকার। এই নীতি অনুযায়ী গতমাসে কেরোসিনের দাম প্রথমবার বাড়ানো হয়েছিল। দ্বিতীয়বার বাড়ানো হয়েছে আজ। ভর্তুকির রান্নার গ্যাসের দামও প্রতিমাসে দুটাকার মতো বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

গতকাল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৫০.৫০ টাকা কমানো হয়েছে।