নয়াদিল্লি: ফের বাড়ল ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ২ টাকা ৭১ পয়সা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৫৫ টাকা ৫০ পয়সা। কলকাতায় এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪৯৯ টাকা ৪৮ পয়সা। ভর্তুকিহীন গ্যাসের দাম নতুন দাম সিলিন্ডার প্রতি ৭৮১ টাকা ৫০ পয়সা।


আন্তর্জাতিক বাজারের ওঠা-নামা এবং মার্কিন ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্যের ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের দাম ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই দেশের বাজারেও রান্নার গ্যাসের দাম বাড়ানো হল বলে জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো ভর্তুকির অঙ্ক ৫২.৭৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম বাড়লেও, ভারতের গ্রাহকদের ক্ষতির মুখে পড়তে হবে না।