নয়াদিল্লি: ফের বাড়ল ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। কমল ভর্তুকি-ছাড়া সিলিন্ডারের দাম।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সিলিন্ডার-পিছু ২ টাকা করে বাড়ানো হয়েছে। জুলাই মাস থেকে এই নিয়ে তিনবার ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাসের দাম বাড়ল।
এলপিজি ও কেরোসিনের ওপর ভর্তুকির বোঝা কমানোর জন্য গত জুলাই মাসে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল যে, প্রতিমাসে ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অল্প করে বাড়ানো হবে। সেই থেকে জুলাই এবং অগস্টে সিলিন্ডার-পিছু ২ টাকা করে বাড়ানো হয়েছিল।
এর আগে ২০১৪ সালের নভেম্বরে ডিজেলের মূল্য বিনিয়ন্ত্রণ করেছিল কেন্দ্র। তার আগে ইউপিএ সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তুকি কমাতে ডিজেলের দাম প্রতিমাসে ৫০ পয়সা করে বাড়ানো হচ্ছিল।
এখন, এলপিজি-র ক্ষেত্রেও সেই পন্থা অবলম্বন করছে মোদী সরকার। প্রতিমাসে ভর্তুকিপ্রাপ্ত এলপিজি-র দাম বাড়ানো হচ্ছে সিলিন্ডার-পিছু ২ টাকা হারে। কেরোসিনের ক্ষেত্রেও প্রতিমাসে লিটারপ্রতি ২৫ পয়সা করে বাড়াতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। ১০ মাস ধরে এই বৃদ্ধি হবে। অর্থাৎ, মোট বৃদ্ধির পরিমাণ লিটারে আড়াই টাকা।
তবে, কমেছে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু দাম কমেছে ২০.৫০ টাকা। এর আগে অগাস্ট মাসে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু ৫০.৫০ টাকা।
পাশাপাশি, কমেছে বিমান জ্বালানির (এভিয়েশন টার্বাইন ফুয়েল বা এটিএফ) দামও। আগের চেয়ে এই জ্বালানির দাম কমেছে ৩.৮ শতাংশ।
সিলিন্ডারে ২ টাকা বাড়ল ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাসের দাম
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 11:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -